১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

চার দিনে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সারাদেশে গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপির দাবি, বিগত চার দিনে সারাদেশে ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ওপর বিচারের নামে অবিচারের যে কালো ছায়া বিস্তার লাভ করানো হয়েছে, তাতে দেশবাসী ক্ষুব্ধ। প্রহসনের বিচার নিয়ে মানুষের ক্ষোভ ভস্মাচ্ছাদিত বহ্নির মতো ধিকিধিকি জ্বলছে। এই মিথ্যা মামলার বিচার নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে জনরোষ চরম প্রতিবাদের শক্তিতে রাজপথে ছড়িয়ে পড়বে।’

রিজভী জানান, গতকাল বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপুকে শাহবাগ এলাকা থেকে উঠিয়ে নিয়ে গেছে র্যা ব। এছাড়া গ্রেফতার করা হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ অঙ্গ দলের বহু নেতাকর্মীকে।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুর মিরপুরের বাসভবন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মীর হোসেন মীরু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লালসহ ঢাকা মহানগরীরর নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ তল্লাশি চালিছে।

লাগাতার তল্লাশির ঘটনায় দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সরকারকে এ ধরনের হিংসাত্মক অবস্থান থেকে সরে আসার আহবান জানান রিজভী। একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের বানোয়াট মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

বিএনপির এই নেতার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পার্টনার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাল নথির ওপর ভিত্তি করে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে জুলুম করা হচ্ছে।’

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, সরকার পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে। কারণ, ভোটারবিহীন সরকার ক্ষমতার মগডালে বসে থাকার মজাটা পাচ্ছে, তাই তারা নাছোড়বান্দার মতো ক্ষমতা ধরে রাখতে আগ্রহী। আবারো ৫ জানুয়ারির মত নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।

আগামীকাল শনিবার রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে রিজভী বলেন, ‘অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ১:৪৩ অপরাহ্ণ