১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে স্বামীর বিরুদ্ধে অন্ত:সত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম আম্বিয়া খাতুন। বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত আম্বিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া বিনিরাইল গ্রামের শামসুদ্দিনের মেয়ে এবং একই এলাকার আব্দুল বাতেনের ছেলে মোবারক হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হলে কৌশলে তার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী মোবারক। ঘটনার পর থেকে মোবারকের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ১২:২৪ অপরাহ্ণ