নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাংক বুধবার ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন প্রজেক্টের জন্য ৩০ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। এই অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতরের ক্যাশ ট্রান্সফারের স্বচ্ছতা উন্নয়নে সহায়তা করবে।
এই অর্থসহ সামাজিক নিরাপত্তা খাতে বিশ্বব্যাংকের মোট অর্থায়নের পরিমাণ দাঁড়ালো ১.৩ মিলিয়ন ডলারেরও বেশি।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) ৬ বছর রেয়াতসহ সুদমুক্ত এই ঋণের পরিশোধের মেয়াদ হচ্ছে ৩৮ বছর। এর সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। বাসস
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

