২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

গাড়ি নির্মাতা ল্যান্ড রোভার আনছে মডিউলার স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ড রোভার এই প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। এই ফোনের নাম ল্যান্ড রোভার এক্সপ্লোর।

ল্যান্ড রোভার সরিসরি স্মার্টফোন উৎপাদনে যাচ্ছে না। তারা বুললিট গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ফোন নিজেদের ব্র্যান্ডে বিক্রি ও বাজারজাত করবে।
এর আগে বুললিট গ্রুপ ক্যাটারপিলার হয়ে ক্যাট ফোন তৈরি করেছিল। সেই ফোনটির নাম ছিল এস সিক্সটি।

ল্যান্ড রোভার জানিয়েছে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আউটডোর অ্যান্ড স্পোর্টস ট্রেড শোতে(আইএসপিও) তাদের নতুন ফোন প্রদর্শন করা হবে।

যারা হাইকিং কিংবা অ্যাডভেঞ্জারে যেতে ভালোবাসেন তাদের জন্য উপযোগী করে ফোনটি তৈরি করিয়েছে ল্যান্ডরোভার। এই ফোন যেমন শক্তপোক্ত তেমনি নানা কাজেরও।

এই ফোনের বিশেষত্ব হচ্ছে এটি মডিউলার ফাংশনালিটি রয়েছে। এই ফোনের ব্যাক ও ফ্রন্ট কভারে অতিরিক্ত হার্ডওয়্যার সংযোজন করার সুযোগ রয়েছে।

এই আরেকটি ফিচার হচ্ছে এতে অ্যাডভেঞ্চার প্যাক যুক্ত করা হয়েছে। যাতে রয়েছে শক্তিশালী জিপিএস অ্যান্টেনা, এক্সট্রা ব্যাটারি এবং এআর ভিউ ফাইন্ডার রয়েছে। ফলে আলাদা নেভিগেশন সুবিধা পাওয়া যাবে।

এই ফোনের অন্যান্য কনফিগারেশন সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এটা জানা গেছে, ল্যান্ড রোভারের এই ফোন এপ্রিল মাস নাগাদ বাজারে আসবে। এর দাম হবে ৬৪৯ ইউরো বা ৫৯৯ পাউন্ড।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ