নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় রাস্তা, ফুটপাত ও ‘মিডিয়ান’ পরিষ্কার রাখা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স বৃহস্পতিবার থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চালাবে।
এই কমিটিতে আহ্বায়ক হিসেবে সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কাউন্সিলর প্রধান উপদেষ্টা ও সংরক্ষিত কাউন্সিলর উপদেষ্টার দায়িত্বে থাকবেন। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সদস্য সচিব এবং সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এলাকার ডিএমপি উপকমিশনারকে সদস্য করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। টাস্কফোর্স বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন কর্পোরেশনের আওতাধীন রাস্তা,ফুটপাত, মিডিয়ানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিজ্ঞাপন বোর্ড-ব্যানার উচ্ছেদ করতে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করবে এই টাস্কফোর্স।
ফুটপাত দখল মুক্ত করতে গত ২৪ জানুয়ারি ১২তম কর্পোরেশন সভায় সিদ্ধান্ত হয়। সে মোতাবেক এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ