নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতি নিরাপত্তা বাহিনীর ‘অত্যাচার’ আর বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে দেখে জনগণের মধ্যে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে বলে মনে করেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনের দলীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই কথা বলেন। গত মঙ্গলবার হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে বিএনপি কর্মীদের হামলার পর পুলিশের অভিযানে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি নেতা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার শুরুর করারও সমালোচনা করেন রিজভী। বলেন, ‘রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা অন্যায়ভাবে ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইবেন আর দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আদালতে হাজিরা দিতে থাকবেন, এই বৈপরিত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণের মনে ক্ষোভের সাইক্লোন বয়ে যাচ্ছে।’
আগামী ৮ ফেব্রুয়ারির রায়ে খালেদা জিয়াকে সাজা দেয়া হলে রুখে দাঁড়ানোরও হুঁশিয়ারি দেন রিজভী। বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথির সাজানো মামলায় বিচারের নামে প্রতিহিংসা চরিতার্থ করার বিচার জাতীয়তাবাদী শক্তি ও জনগণ সকল নিপীড়ণ-নির্যাতন সহ্য করে প্রতিবাদে-প্রতিরোধে বাধার বিন্ধ্যাচলের ন্যায় দাঁড়াবে।’
‘সরকারের পেটোয়া বাহিনীদের নিক্ষিপ্ত গুলি বুকে বরণ করে নিয়েও নীতি, আদর্শ, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় বলিয়ান বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের নেত্রীর বিরুদ্ধে কোন নেতিবাচক সিদ্ধান্ত মেনে নেবে না।’
মঙ্গলবার প্রিজন ভ্যানে হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রতিযোগিতায় নেমেছে কে কতটা বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করতে পারে। যেন প্রধানমন্ত্রীকে খুশি করতেই তারা নির্দয়তার সীমা অতিক্রম করছে।’
‘আইনশৃঙ্খলা বাহিনী নিঃসন্দেহে এখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী। আওয়ামী চেতনায় লালিত এই বাহিনীগুলো যেন বিরোধী দলকে মাটির সাথে মিশিয়ে দেয়ার জন্যই সরকার প্রধানের কাছে শপথ করেছে।’ আইনশৃঙ্খলা বাহিনীর ‘বিবেকহীনতা’ এখন জাতি ও জনগণের জন্য সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন রিজভী।
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভাকে নির্বাচনী আইনের লংঘন বলে দাবি করেন রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বক্তৃতায় তিনি নিজে প্রমাণ করছেন যে তার নেতৃত্বাধীন সরকার কতটা বিবেকহীন, স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন। বেগম খালেদা জিয়াকে বারবার আদালতে হাজিরা দিতে বাধ্য করতে যে নিষ্ঠুর হয়রানির দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে তা কারো অগোচরে নেই।’ জ্যেষ্ঠ নেতা-কর্মীদের বাসায় তল্লাশি নিন্দা জানিয়ে বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
দৈনিক দেশজনতা /এমএইচ