১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬
epa06467349 Myanmar's State Counselor and Foreign Minister Aung San Suu Kyi talks to media during their press briefing with New Mon State Party (NMSP) and Lahu Democratic Union (LDU), at National Reconciliation and Peace Centre (NRPC) in Naypyitaw, Myanmar, 23 January 2018. New Mon State Party (NMSP) and Lahu Democratic Union (LDU) will soon sign in Nationwide Ceasefire Agreement (NCA). EPA/HEIN HTET

সু চির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির কমপাউন্ডে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর বিবিসির। বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চি’র বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেনসু চি’র দপ্তরের একজন কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সু চি’র বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেপিডুতে অবস্থান করছেন। তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি’র আন্তরিকতার অভাব আছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ