১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আমাদের দাবিয়ে রাখতে পারবে না: হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের মুক্তি আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে যুক্তরাষ্ট্র বিশ্ব সন্ত্রাসী তালিকাভুক্ত করার পরিপ্রেক্ষিতে সংগঠনটি বলেছে, মার্কিন এই সিদ্ধান্ত তাদেরকে তাদের দায়িত্ব থেকে দমিয়ে রাখতে পারবে না। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে বিপজ্জনক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে হামাস।

বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদারিত্ব থেকে নিজেদের রক্ষা এবং নিজেদের নেতা নির্বাচনের যে অধিকার আন্তর্জাতিক আইন তাদেরকে দিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সিদ্ধান্ত তার লঙ্ঘন। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, তারা ইসরাইলি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের ওপর তেলআবিব যে মানবতাবিরোধী অপরাধ করছে তাকে বৈধতা দিচ্ছে ওয়াশিংটন।

অবরুদ্ধ গাজা উপত্যকার পরিচালনাকারী হামাস যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে। বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, সংগঠনটি বলেছে, মার্কিন এই সিদ্ধান্ত জনগণকে রক্ষা ও তাদের প্রতি যে দায়িত্ব রয়েছে এবং ভূখণ্ডকে স্বাধীন ও পবিত্র স্থান রক্ষার দায়িত্ব থেকে আমাদের সরাতে পারবে না। এর আগে বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইসমাইল হানিয়াকে বিশ্ব সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে। এর পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলে হামাস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ