১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১
Bangladesh's captain Mushfiqur Rahim, right, and Mehedi Hasan run between the wickets during the third day of the cricket test match against India in Hyderabad, India, Saturday, Feb. 11, 2017. (AP Photo/Aijaz Rahi)

সাজঘরে ফিরেছেন মিরাজও

স্পোর্টস ডেস্ক:

যে বাংলাদেশ বুধবার সারাদিন ব্যাট করে হারিয়েছে ৪ উইকেট, তারাই কিনা বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার একঘন্টার মধ্যেই হারিয়ে ফেলেছে আরো ৩ উইকেট! বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হলো না। শ্রীলঙ্কান বোলারদের কাছে আগেই উইকেট হারিয়েছেন মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকত। এবার ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। রিপোর্ট লেখার সময় ১০২.২ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১৭ রান।

বাংলাদেশের দিনের প্রথম দুই উইকেটে হারানোর পেছনে অবদান ছিল শ্রীলঙ্কার বোলারদের। কিন্তু তৃতীয় উইকেটটি হারিয়েছে নিজেদের দোষেই। রঙ্গনা হেরাথের করা ১০৩তম ওভারে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলে কোন রান না এলেও দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে বল ঠেলে দিয়ে দুই রান পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে থাকা মিরাজ তৃতীয় রানের জন্য স্ট্রাইকিং প্রান্তের দিকে দৌঁড় দেন। তবে তিনি পৌঁছানোর আগে লঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকভেলা স্টাম্প ভেঙে দেন। মিরাজ ডাইভ দিয়েও শেষরক্ষা করতে পারেননি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তিনি সাজঘরে ফেরেন। উইকেট হারানোর আগে ভালো ব্যাটিংই করছিলেন ২০ বছর বয়সী মিরাজ। ১টি করে চার ও ছক্কায় ১৯ বলে সংগ্রহ করেছিলেন ২০ রান। দলীয় ৩৯০ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে তার ২৭ রানের জুটি আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। তার উইকেট হারানোর পর বাংলাদেশের বড় সংগ্রহের আশা অনেকটাই মিইয়ে গেল।

এর আগে ১৭৬ রান করে দিনের শুরুতেই উইকেট হারান মুমিনুল। তারপর ব্যক্তিগত ৮ রানে সাজঘরে ফেরেন মোসাদ্দেক। এই দুজনের উইকেটই পেয়েছেন লঙ্কান অভিজ্ঞ স্পিনার হেরাথ। মাহমুদউল্লাহ ২৩ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তাইজুল ইসলাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১১:০২ পূর্বাহ্ণ