২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৭

হামাস নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার ফিলিস্তিনি আন্দোলনের সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আনাদলুর সংবাদ। হামাসের সামরিক বাহিনীর সাথে হানিয়ার ঘনিষ্ট যোগাযোগ, সশস্ত্র কার্যক্রমের ইন্ধন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনে তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার সাথে তিনি (হানিয়া) জড়িত। এছাড়া সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ মার্কিন নাগরিক হত্যার সাথে হামাস দায়ী। এ ছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ হানিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে তিনি মার্কিন ভিত্তিক কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা পাবেন না; যুক্তরাষ্ট্রে তার যে কোন ধরণের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকতে পারবেন না।

এ দিকে মার্কিন এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হামাস জানায়, হানিয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের ওপর ইসরাইলের প্রভাব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের সিদ্ধান্ত প্রতিফলন করতেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানায়। এর ফলে ফিলিস্তিনিদেরকে লড়াই সংগ্রাম থেকে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না বলে তারা দাবি করে। হানিয়ার পাশাপাশি মিশরের সশস্ত্র আন্দোলন গোষ্ঠী হারাকাত আল-সাবিরিন, লিওয়া আল-থাওরা, হারাকাত সাওয়ার মিশর- এ তিন সংগঠনকেও নিষিদ্ধ করে ও সন্ত্রাসী তালিকাভুক্ত করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ