স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার ডারবানে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার ৬ ম্যাচ সিরিজের ওয়ানডে দ্বৈরথ। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। দক্ষিণ আফ্রিকায় ভারতের রেকর্ডটা খুবই দুর্বল। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল এ পর্যন্ত ২৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে ভারত। তবে, সিরিজের প্রথম ওয়ানডের আগে এই রেকর্ডকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। বরং বিরাট কোহলির ভারতকে চ্যালেঞ্জই মানছেন তিনি।
৩৩ বছর বয়সী ডু প্লেসি বলেছেন, ‘আমি মনে করি এটা (দুর্বল রেকর্ড) একটা গল্প বলছে। এর অর্থ, এখানে সফরকারীদের জন্য আসা ও অভ্যস্ত হওয়াটা খুবই কঠিন। কিন্তু টেস্ট সিরিজের আগে আমি যেমনটি বলেছিলাম, ভারতীয় দল একটা বড় চ্যালেঞ্জ এবং দক্ষিণ আফ্রিকায় তাদের বেশ কিছু জয় আছে। টেস্ট সিরিজে তারা সেটা প্রমাণ করেছে। তারা সেরা দল। সুতরাং ওয়ানডে সিরিজেও আমি একই চ্যালেঞ্জ ও প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছি।’
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটি দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতে নিলেও ভারতীয় বোলাররা নিজেদের সামর্থ্য ভালোভাবেই প্রমাণ করেছে। স্বাগতিকদের ৬ ইনিংসেই তারা অল আউট করেছে। ওয়ানডে স্কোয়াডে দুই লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদিপ যাদবকে নিয়েছে ভারত। পেসার ও স্পিনারের এই কম্বিনেশনও ওয়ানডেতে প্রভাব রাখবে জানিয়ে ডু প্লেসি বলেছেন, ‘তারা (যুজবেন্দ্র চাহাল ও কুলদিপ যাদব) দারুণ স্পিনার। টি-টুয়েন্টি ও আইপিএল-এ আমি তাদের বিপক্ষে খেলেছি। ভারতের হয়ে তারা খুবই সফল। এখানকার উইকেটে সাধারণত খুব একটা স্পিন হয় না। কিন্তু তারা খুব নিয়ন্ত্রিত বল করতে পারে। স্পিনার নেয়ার সুবিধা হলো, তারা সবসময় উইকেট নেয়ার চেষ্টায় থাকে। এবং আপনি যদি উইকেট পান, তবে ব্যাটিং সাইডের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। তারা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
তবে টেস্ট সিরিজে ভারতীয় পেসারদের পারফরম্যান্সে সত্যিই বিস্মিত ডু প্লেসি। তার কথায়, ‘টেস্টের কন্ডিশন বোলারদের জন্য সহায়ক ছিল। কিন্তু, ভারতীয় পেসারদের ধারাবাহিকতায় আমি খুবই বিস্মিত হয়েছি। তারা খুবই ধারাবাহিক ছিল এবং এটা প্রমাণ করে যে, তাদের বোলিং সাইড খুবই শক্তিশালী।’
দৈনিকদেশজনতা/ আই সি