৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৬

রাবির হলে এইচএসসি’র খাতা : শিক্ষক আবুল কালাম সাসপেন্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের গণরুম থেকে সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষক অধ্যাপক আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক। তিনি বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কালামকে পরীক্ষক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে শাহ্ মখদুম কলেজের প্রভাষক মাহমুদুল হাসানের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এদিকে ঘটনা তদন্তে সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গঠিত কমিটিকে সাতদিনের মধ্যে তাদের প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন। এ শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক ড. তরুণ কুমার সরকার তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের গণরুম থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের ইসলামের ইতিহাসের উত্তরপত্র উদ্ধার করেন প্রক্টর। উত্তরপত্রগুলোর পরীক্ষক ছিলেন নিউ ডিগ্রি গভ. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ড. আবুল কালাম। রাতেই আবুল কালামকে বোর্ডে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে পুলিশে দেয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে ছেড়ে দেয়া হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৩, ২০১৭ ৯:৩৯ অপরাহ্ণ