২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৪

ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ‘ইয়েলো ফিভার’ বা পীতজ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ জনের। এখন পর্যন্ত ১৩০ জন ইয়েলো ফিভারে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ।

তবে শহরাঞ্চলে এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি দাবি করে বলা হয়, আক্রান্তদের প্রায় সবাই প্রত্যন্ত অঞ্চলের নাগরিক। এরই মধ্যে রোগের প্রকোপ কমাতে দুই কোটি ব্রাজিলিয়ানকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে রিও ডি জেনেরিওতে শুরু হবে কার্নিভাল। চলবে ১৪ তারিখ পর্যন্ত। আসন্ন রিও কার্নিভালে বিদেশি অতিথিদের আতঙ্ক দূর করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে রিও শহর কর্তৃপক্ষ। রিওর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে ঝর্ণা ও বনের আশে পাশে ভ্রমণ করতে সতর্কবার্তা দেয়া হয়েছে অতিথিদের।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ৮:৪৮ অপরাহ্ণ