যশোর প্রতিবেদক:
যশোরে যাত্রীবাহী বাসের বাঙ্কারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের দুইজন স্টাফসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার দুপরে বেনাপোল থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে পুলিশ তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করে।
চাঁচড়া ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বাসের বাঙ্কারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের স্টাফসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন বাস চালক রিয়াজ হোসেন, সুপারভাইজার সুবীর দাস ও সন্দেহভাজন মোহাম্মদ কায়েস। পরে জব্দ গাড়িটি পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

