২৭শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৪

ইবি শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

ভিসির ওপর হামলার ঘটনায় তদন্তের দৃশ্যমান আগ্রগতি না হওয়ায় ক্লাস বর্জন করে কর্ম বিরতির ঘোষণা দিয়েছে ইবি শিক্ষক সমিতি। বুধবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ।

সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসির উপর হামলার সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও তাদের শাস্তি নিশ্চিতকরণের বিষয়ে কোন দৃশ্যমান আগৃগতি পরিলক্ষিত হচ্ছে না।

এমতাবস্থায় আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে কর্মবিরতি পালন করবে। তবে পরীক্ষা কর্ম বিরতির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে উক্ত বিষয়ে কোনো সন্তোষজনক অগ্রগতি না হলে শিক্ষক সমিতি পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ