নিজস্ব প্রতিবেদক:
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নৌকায় করে নাফ নদ ও সাগর পারাপারের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭ দালালকে সাজা দেওয়া হয়েছে। বুধবার বেলায় ১২ টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যককে ৬ মাস করে এ সাজা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তাদের আটক করেছিলেন বিজিবির সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার আব্দুর রহমান (২৮), মোহাম্মদ সেলিম (২০), আব্দুর রহমান (৩০), মোহাম্মদ জাহাঙ্গীর (৩৮), মোহাম্মদ ইলিয়াছ (২৩), মোহাম্মদ আনিস (৩৫) ও আবদুল আমিন (৩৮)।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক বলেন, টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পারাপার করছে এমন অভিয়োগে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যককে ৬ মাসের সাজা দেওয়া হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, যেসব রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে, তাদেরকে মানবিক দিক চিন্তা আশ্রয় দেওয়া হচ্ছে। তবে টাকার লোভে যেসব দালাল রোহিঙ্গাদের পারাপার করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, সাজাপ্রাপ্ত ৭ দালালকে বুধবার দুপুরে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের শেষ চার মাসে প্রায় ৪শ’ এর বেশির দালালকে আটক করে ভিবিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

