১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১
Bangladesh batsman Mominul Haque plays a shot during the third day of the first Test cricket match between South Africa and Bangladesh in Potchefstroom on September 30, 2017. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA

দ্রুততম দুই হাজারের ক্লাবে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: 

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অনবদ্য এক শতকে দলকে দারুণ অবস্থানে নিয়ে গিয়েছেন মুমিনুল হক। ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি খেলার পথে মুমিনুল পেরিয়ে গেছেন দুই হাজার রানের মাইলফলক। বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি ঢুকেছেন দুই হাজারের ক্লাবে।

মাইলফলকটা পাঁচজনের পরে ছুঁলেও দুই হাজার রানে মুমিনুল পৌঁছেছেন সবচেয়ে দ্রুতগতিতে। এই টেস্ট নিয়ে ২৬তমবারের মতো সাদা পোশাকে নামলেন বাংলাদেশের হয়ে। ৪৭ ইনিংসেই পার হয়ে গেলেন দুই হাজার রানের ঘর। টেস্টে পাঁচ শতক আর ১২ অর্ধশতকে মুমিনুলের বর্তমান রান ২,০১৫ রান। গড় ৪৭.৯৭ আর সর্বোচ্চ রানটা এই মাঠেই ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৮৩।

তামিম ইকবাল রয়েছেন টেস্টে সবচেয়ে কম ইনিংসে খেলে দুই হাজার ছোঁয়ার দৌড়ে দ্বিতীয় অবস্থানে। ৫৩ ইনিংস খেলে তামিম ছুঁয়েছিলেন দুই হাজার রানের মাইলফলক। হাবিবুল বাশার এ তালিকায় তৃতীয় (৫৮ ইনিংস)। তার পরেই রয়েছেন সাকিব (৫৮ ইনিংস)। মুশফিকের লেগেছিল ৬৭ ইনিংস। তবে সবচেয়ে ধীরগতিতে দুই হাজার রানের ঘর ছোঁয়া ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুল। ৯১ ইনিংস লেগেছিল আশরাফুলের।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ