নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মী গ্রেফতার, নেতাদের বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে অভিলম্বে সবার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।
নেতারা বলেন, বিরোধী দলের শীর্ষ নেতাসহ শত শত নেতা-কর্মীদের গণগ্রেফতারের মাধ্যমে সরকার সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। কোনও ব্যক্তি বা দল প্রকাশ্যে মিটিং মিছিল করার জন্য সরকারের অনুমতি নিতে হয়। একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের অবস্থা নজিরবিহীন। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আন্দোলন সংগ্রামের সাহসী নেতাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছে।
তারা বলেন, গণতন্ত্র নির্বাসিত, গণতন্ত্র হরণ করা হয়েছে। এমন কোনো নেতাকর্মী নেই, যাকে জেলে যেতে হয়নি। মানুষ কারাগারে যাওয়ার জন্য যুদ্ধ করেনি। পিছু হটার সময় নেই। মানুষের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উদ্ধার করতেই হবে।
নেতৃদ্বয় আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বাধা রয়েছে গণতন্ত্রের স্বার্থে সরকারকেই তা দূর করতে হবে। তারা আরো বলেন, সমগ্র দেশ আজ গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ পরিত্রাণ চায়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।
অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় অস্বাভাবিক দ্রব্যমূল্যের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সমাজ ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর এ জন্য দায়ী সরকারের উদাসীনতা ও ভ্রান্তনীতি। নেতারা বলেন, জনগণের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কলঙ্কিত করলে তা কারো জন্যই শুভ হবে না। এর মাসুল দিতে হবে আমাদের সবাইকে।
দৈনিক দেশজনতা /এমএইচ