আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৫ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, বুধবার দুপুরে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জড়িপ সংস্থা ইউএসজিএস (United States Geological Survey) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল হিন্দুকুশ পর্বতমালায়। আর গভীরতা ছিল ১৯১ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্রস্থলটি রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। আর ভূমিকম্পের ফলে প্রতিবেশি পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভূমিকম্পের ফলে ইসলামাবাদ, লাহোর, ভাওয়ালপুর,এবোটাবাদ, কাশ্মীর এবং ভারতের দিল্লি শহরও কেঁপে ওঠে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলা নামক গ্রাম ভূমিকম্পে মারাত্মক ক্ষতি হয়েছে বলে ইনডিপেনডেন্ট জানিয়েছে। সেখানকার স্থানীয় এক নারী ঘর চাপায় প্রাণ হারান।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ভূমিকম্পের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে কর্মচাঞ্চল্যে ছেদ পড়ে। আতঙ্কে সবাই স্কুল, কলেজ, অফিস-আদালত ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ