২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

দুর্নীতিকে বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়নের স্বার্থে কোনো অনিয়ম ও দুর্নীতিকে কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বচ্ছ্বতার সাথে অডিট করতে হবে। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অডিট এন্ড অ্যাকাউন্টস বিভাগকে আরো দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। সামরিক শাসনামলের অবৈধ ক্ষমতা দখলকারীদের কারণে দেশের মানুষের উন্নয়ন হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি স্বার্থে নয়, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে কাজ করছে বর্তমান সরকার।

পদ্মা সেতু নিয়ে নানা অভিযোগ উঠলেও সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজস্ব অর্থায়নে বর্তমান সরকার ওই সেতু নির্মাণ করছে। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি বাড়বে নিজেদের আত্মবিশ্বাস।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ