২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৮

এক বছরে অসাধারণ সফলতার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত এক বছর তার প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে। নিজের শাসনকালকে ‘আমেরিকান স্বপ্ন’ বাস্তবায়নের শ্রেষ্ঠ সময় বলেও আখ্যা দেন তিনি। স্থানীয় মঙ্গলবার রাত ৯টায় ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এক লক্ষ্যে কাজ করতে আজ আমি আমাদের সব বিভেদ সরিয়ে রাখার পক্ষে বলছি। ডাক দিচ্ছি ঐক্যের। আমাদের জনগণের যা প্রাপ্য, অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেই নিরাপত্তা, দ্রুততা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক অবকাঠামো দেয়ার বিষয়ে উভয় দলকে এক হওয়ার আহ্বান জানাই।

তার প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, এটিই বাস্তবতা যে, এখন আমাদের নতুন আমেরিকান সময় চলছে। আমেরিকান স্বপ্ন নিয়ে বাঁচার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ সময় আর কখনও আসেনি। আজ রাতে আমি বলতে চাই- আমরা আসন্ন কোনো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা কেমন জাতিতে পরিণত হতে যাচ্ছি। আমরা সবাই একসঙ্গে মিলে একটি টিম, এক জনগোষ্ঠী এবং একই আমেরিকান পরিবার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকানরা তাদের দেশকে ভালোবাসে। আর তাদের এমন একটি সরকার প্রাপ্য, যারা প্রতিদান হিসেবে একই ভালোবাসা দেখাবে এবং তাদের কল্যাণকামী হবে। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, প্রেসিডেন্টরা ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণে তাদের প্রশাসনের এক বছরের সাফল্যের কথা জানান। এ ভাষণটি দেয়া হয় মূলত মার্কিন সংবিধানের তৃতীয় অনুচ্ছেদের দ্বিতীয় ধারার আলোকে এ কথা জানাতে যে, বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ঠিক পথে আছে। ঘণ্টাব্যাপী ‘স্টেট অব দি ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প নিজ প্রশাসনের সাফল্য দাবি করে বলেন, ঠিক ১১ মাস আগে আমি আমেরিকার জনগণের কাছে অঙ্গীকার করেছিলাম- আমাদের প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ কর হ্রাস করতে যাচ্ছে। আমাদের বড় ধরনের এ করকর্তন মধ্যবিত্ত শ্রেণি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে দারুণ স্বস্তি এনে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা নির্মাতার জাতি। আমরা এক বছরে ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’ (১০২ তলা এ ভবনটি যুক্তরাষ্ট্রের পঞ্চম ও বিশ্বের ২৬তম উঁচু ভবন) তৈরি করেছি। এটি কোনো পাগলামি নয়। তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে প্রায় ২৪ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে শুধু দুই লাখ কর্মসংস্থান হয়েছে শিল্প খাতে। যোগাযোগ অবকাঠামো নির্মাণে দেড় ট্রিলিয়ন ডলারের ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, নতুন সড়ক, সেতু, মহাসড়ক, রেলপথ ও নৌপথ তৈরি করব আমরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১:৫০ অপরাহ্ণ