২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৮

সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিরোধীদল যাতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য সরকার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা পৌনে ১২ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া এবং নিয়েছে বলে অস্বীকার করা হচ্ছে। এটা একটা অশনিসংকেত। সরকারের উদ্দেশ্য একটাই বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য তারা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। তারা আবারও এক দলীয় শাসন প্রতিষ্ঠায় নীল নকশার দিকে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হোক। নির্বাচনকালিন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে, সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন। দলের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশীর নামে হয়রানি বন্ধ করারও আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যারা হামলা চালিয়েছে তাদেরকে আমরা চিনি না। বরং আশঙ্কা করছি হামলাকারিরা অনুপ্রবেশকারী কি না।

বাসায় বাসায় পুলিশ হানা দিচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গতরাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসভবনে পুলিশ হানা দিয়ে ব্যারিস্টার সরকারের খোঁজ খবর করে। এছাড়াও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের ধানমন্ডির বাসভবন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর শান্তিনগরের বাসভবন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বাসভবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসভবন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পল্লবী’র বাসভবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী রফিক সিকদারের বাসা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিনের শান্তিনগরের বাসভবন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজিজুল হাকিম আরজু’র বাসাসহ শত শত বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশী তল্লাশীর নামে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। এই মূহুর্তে পুলিশ জিঞ্জিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনের বাসায় হানা দিয়ে ব্যাপক তল্লাশী চালাচ্ছে। কারণ মামুনের বাসায় গয়েশ্বর চন্দ্র রায় মাঝে মাঝে ঘরোয়া বৈঠক করতেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়, ছেলের স্ত্রী নিপুন রায় চৌধুরী প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১:১২ অপরাহ্ণ