নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা হয়েছে। রমনা থানার ওসি সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে রমনা থানায় একটি ও শাহবাগ থানার দুটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি বিশেষ ক্ষমতা আইনে এবং একটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাই কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। ওই ঘটনায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬৯ জনকে গ্রেফতার করা হয়।
গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় রাতে তল্লাশি চালানো হয়েছে বলেও জানান রিজভী।
দৈনিকদেশজনতা/ আই সি