১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

‘ব্যারিষ্টার অপু দলের দুর্দিনে বাঞ্ছারামপুর বিএনপির বাতিঘর হয়ে আবির্ভূত হয়েছেন’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‘‘দলের দুর্দিনে বাঞ্ছারামপুর বিএনপিতে বাতিঘর হয়ে আবির্ভূত হয়েছেন ব্যারিষ্টার নাসের খান অপু।তিনি দলের অমোঘনিশায় সাবেক এমপি এম.এ.খালেকের হাতকে শক্তিশালী করতে লন্ডন থেকে তৃণমূলকে চাঙ্গা করতে আমাদের মাঝে দিনরাত কাজ করে যাচ্ছেন।উড়ে এসে জুড়ে বসা কোন নেতার ঠাই বাঞ্ছারামপুরে হবে না’’- গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দিতে এক কর্মীসভায় এমন মন্তব্যই করেছেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
গতকাল সন্ধ্যায় দরিকান্দি বিএনপি কার্য্যালয়ে বিএনপি নেতা আ.করিম চেয়ারম্যানের সভাপতিত্বে দলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কো-চেয়ারম্যান তারেক রহমানের সহকর্মী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক বাঞ্ছারামপুর দরিয়াদৌলতের সন্তান ব্যরিষ্টার নাসের আহমেদ খান অপু।
প্রধান অতিথির বক্তব্যে ব্যরিষ্টার অপু বলেন,-‘আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই।বিধাতা আমাকে অনেক কিছু দিয়েছেন।আমি সুদূর লন্ডন থেকে বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি তথা সাবেক এমপি এম এ খালেক সাহেবের হাতকে শক্তিশালি করতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশে সাময়িক সময়ের জন্য এসেছি।আমি স্পষ্ট করে বলতে চাই,দলে বহু আগাছা জাতীয় নেতার জন্ম হয়েছে।কিন্তু,বাঞ্ছারামপুরের বিএনপি চলবে একমাত্র খালেক সাহেবের কথায়।তার হাতকে শক্তিশালি করা মানে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা।আর সেজন্য আগামী ৮ ফেব্রæয়ারি সবাইকে যে কোন পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় থাকতে হবে।’
নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ১নং সদস্য ছালেমুছা,বাঞ্ছারামপুর পৌর যুবদলের সহসভাপতি এ আর আজাদ মিয়া,প্রবাসী বাঞ্ছারামপুর বিএনপির সদস্য সচীব কামাল আহমেদ,ছাত্রদল সভাপতি হারুনুর রশীদ,হুমায়ূন কবীর,বাদশা,হেলালসহ দরিকান্দি বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবর্গ।

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ