২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

ফিফটি তুলেই ফিরে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক:

পানি পানের বিরতির পর প্রথম বল। রঙ্গনা হেরাথের করা লেগ স্টাম্পের উপরের বলকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে ঠেলে দিয়ে এক রান নিলেন তামিম ইকবাল। তাতে টেস্টে ২৫তম ফিফটি পূরণ হলো বাংলাদেশের ড্যাশিং ওপেনারের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগ্রাসী ব্যাটিং দিয়ে ফিফটি তুলে নেন তামিম। কিন্তু ফিফটি করার পরের ওভারেই ফিরে গেছেন তিনি। দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়েছেন ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা।

৪৬ বলে এদিন ফিফটি পূরণ করেন চট্টগ্রামে লোকার হিরো তামিম। ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তামিমের আগ্রাসী ব্যাটিং করছিলেন। অন্য প্রান্তে ইমরুল কায়েস শান্ত ভঙ্গিতে ব্যাটিং করে যাচ্ছেন। দুইজনের চমৎকার বোঝা পড়ায় দারুণ ভাবে এগোচ্ছিল বাংলাদেশের রানের চাকা। তামিম ফেরার পর উইকেটে এসছেন মুমিনুল হক। এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ১৭.৪ ওভার শেষে ১ উইকেটে ৭৮ রান।

একাদশ :

বাংলাদেশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটস দাশ, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, লাহিরু কুমারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ