১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৩
tamim

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষের ফাইনালে হেরে ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের পুড়িয়ে শিরোপা উল্লাস করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজ শেষে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ। বুধবার মাঠে গড়াচ্ছে যার প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৯টায়। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে ম্যাচের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জিতেছে ১টি, ড্র ২টি আর হার ১৫টি। টেস্টে দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার মাটিতে। নিজেদের শততম টেস্টে টাইগাররা জয় তুলে নিয়েছিল লঙ্কার মাটিতে। তবে বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন চন্দিকা হাথুরুসিংহে। এবার সেই হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ। দ্বৈরথটা তাই অন্যরকম বার্তা দিচ্ছে। যদিও বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতের আঙ্গুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টে ক’দিন আগেই নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর নিজ দেশের প্রথম টেস্টটাই মিস করছেন তিনি। প্রথম টেস্টে তার বদলে নেতৃত্ব দিচ্ছেন তাই মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে অনেকদিন। তবে টেস্টেও ইদানিং সবার শ্রদ্ধা আদায় করে নিতে শুরু করেছে। শেষ দুই বছরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষেও দেখতে চায় লাল-সবুজের দর্শকরা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩১, ২০১৮ ৯:৩৯ পূর্বাহ্ণ