২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৮

বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেল গঠনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:
বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
স্থায়ী কমিটির সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ ও মো. ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি বাঘের সংখ্যা কমে যাওয়ায় বাঘের বংশ বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার সুপারিশ করে।
বৈঠকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বোটানিকেল গার্ডেন নির্মাণ প্রকল্প পুনরুজ্জীবিত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি যে কোনো রাস্তা সম্প্রসারণে পুরনো গাছ না কেটে বিকল্পভাবে রাস্তা সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৯:২৫ অপরাহ্ণ