নিজস্ব প্রতিবেদক:
বছরের পর বছর ধরে ঢাকায় চাকরি করে কোচিং বাণিজ্য জমজমাট করে তোলা বিভিন্ন সরকারি স্কুলের ২৫ শিক্ষককে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সোমবার এই আদেশ জারি করে।
এর আগে এই শিক্ষকদের বদলি করতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সুপারিশের ভিত্তিতেই রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের এই ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করেছে সরকার।
মাউশির এ সংক্রান্ত আদেশে বলা হয়, বদলি হওয়া শিক্ষকদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে।
বদলি হওয়া শিক্ষকদের মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভর্নমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষক রয়েছেন।
বছরের পর বছর ধরে এক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট প্রতিষ্ঠানের মোট ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুদক। গত বছরের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সেসব প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ এবং মন্ত্রিপরিষদ সচিবকেও দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল।
ওই চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষক এবং সরকারি চারটি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক কোচিং বাণিজ্যে যুক্ত বলে দুদক প্রমাণ পেয়েছে।
দুদক বলছে, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে এই শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িয়েছেন এবং ‘অনৈতিকভাবে’ অর্থ উপার্জন করে আসছেন।
দৈনিক দেশজনতা /এন আর