১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

জাতীয় কবিতা উৎসব শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:
‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’ স্লোগানে দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনের ৩২তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বৃহস্পতিবার সকাল ১০ টায় এই উৎসবের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। প্রয়াত কবি সাযযাদ কাদিরকে উৎসর্গ করা হচ্ছে এবারের উৎসব। এ বছরের উৎসব সঙ্গীত রচনা করেছেন প্রবাসী কবি মহাদেব সাহা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জাতীয় কবিতা পরিষদ। বরাবরের মতো এবারও উৎসবের আঙিনা নির্ধারণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের হাকিম চত্বর।
এবারের উৎসবে অতিথি হিসেবে অংশ নেবেন ৯টি দেশের ১৭ জন কবি। স্বাগতিক বাংলাদেশের ৩০০ জন কবি অংশ নেবেন এই উৎসবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে উৎসব শেষ হবে রাত ৯টায়।
দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ