১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নাদালের আরো কাছে ফেদেরার

স্পোর্টস ডেস্ক: 
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রাফায়েল নাদালের থেকে রেটিং পয়েন্টের ব্যবধান ১৫৫-তে নামিয়ে এনেছেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া নাদালের পয়েন্ট যেখানে ৯৭৬০ সেখানে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ফেদেরারের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৯৬০৫।
ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান মারিন সিলিচ তিন ধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে সেমিফাইনালে উঠে চমক দেখানো কোরিয়ান বিস্ময় চুং হেয়ং ২৯ ধাপ উপরে উঠে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে উঠে এসেছেন।
 শীর্ষ ১০ এটিপি র‌্যাঙ্কিং :
 ১. রাফায়েল নাদাল (স্পেন)৯৭৬০ (রেটিং পয়েন্ট)
২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)৯৬০৫
৩. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া)৪৯৬০
৪. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া)৪৬৩০
৫. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)৪৬১০
৬. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া)৪০৬০
৭. ডেভিড গোভিন (বেলজিয়াম)৩৪৬০
৮. জ্যাক সক (যুক্তরাষ্ট্র)২৮৮০
৯. হুয়ান মার্টিন ডেল পোত্রো (আর্জেন্টিনা)২৮১৫
১০. পাবলো কারেনো বুস্তা (স্পেন)২৭০৫

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৫:৪২ অপরাহ্ণ