১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

গীতিকার কাজী আজিজ আর নেই

বিনোদন ডেস্ক:
প্রখ্যাত গীতিকার কাজী আজিজ আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোরে শেরপুরে বড় মেয়ে কাজী বন্যা আহমেদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী আজিজ আহমেদ। মৃত্যুর খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র গবেষক মীর শামসুল আলম বাবু ।
এ গীতিকার জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। চোখ যে মনের কথা বলে ও এ আঁধার কখনো যাবে না মুছে’সহ অনেক গানের জন্য বিখ্যাত আজিজ আহমেদ।
তিনি খান আতার ‘অনেক দিনের চেনা’ চলচ্চিত্রে সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও চিত্রপরিচালনায় পাওয়া যায় তাকে। তার লেখা চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘যে আগুনে পুড়ি’, ‘চোখের জলে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘এরাও মানুষ’, ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘অনন্ত প্রেম’, ‘বাজিমাত’সহ অসংখ্য নন্দিত চলচ্চিত্র।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ