নিজস্ব প্রতিবেদক :
পুলিশের দায়েরকৃত মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তার। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে ফরহাদ মজহার দম্পত্তির পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম শুনানি করেন।
গত বছরের নভেম্বর মাসে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে অপহরণের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরেরও সুপারিশ করা হয়।
এরপর গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানার নন জিআর শাখায় মজহার দম্পত্তির বিরুদ্ধে প্রসিকিউশন মামলাটি ডাক যোগে পাঠান মামলার বাদি ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে তারা জামিন চান। শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ