নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (২২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এবং দলের ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন ‘সমাবেশ করার জন্য বিএনপি দীর্ঘদিন সরকারের অনুমতির অপেক্ষা করবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে আপাতত আমরা কোন কর্মসূচি দিচ্ছি না। আগামীকাল আমাদের প্রতিবাদ সমাবেশ আছে আমরা ধরেই নিয়েছি এই সরকার অনুমতি দিবে না, কয়দিন দিবে না। দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করবো না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে নামলে সেই দিন এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা রাজপথে নামলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আন্দোলন করছি না, তার মানে এই নয় যে আমরা জাতির কাছে ওয়াদা করেছি বা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ আমরা কোন দিন আন্দোলন করবো না। আমরা রাজপথে নামবো আপনি শেখ হাসিনা সেই দিনের অপেক্ষা করুন। আমরাও আর কিছুদিন দেখি।’
বিএনপি নির্বাচনের জন্য সদা প্রস্তুত এমন মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে যাবে তবে কোন অবস্থাতেই শেখ হাসিনার অধিনে নয়। তার অধিনে কোন প্রহসনের নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
দৈনিক দেশজনতা/এমএম