২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪২

চীনের জিনজিয়াংয়ে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

আইএস জঙ্গিগোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীরা চীনের জিনজিয়াংয়ে আক্রমণের ছক কষছে। এমনটাই দাবি চীনের কমিউনিস্ট সরকারের। আর সে কারণেই জিনজিয়াংয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

এ ব্যাপারে চীনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিনজিয়াং প্রদেশেই সবথেকে বেশি সংখ্যালঘুদের বাস। সেই কারণেই এই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও বহুবার চীনে আইএস হামলার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই জিনজিয়াং প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিনজিয়াংয়ের প্রতিটি শহরে প্রায় কয়েক হাজার পুলিশ চৌকি তৈরি করা হয়েছে। এছাড়া, দিন রাত প্রতিটি রাস্তায় রাস্তায় চলছে পুলিশ টহলদারি।

উল্লেখ্য, গত বছর থেকেই সিরিয়া এবং ইরাকে চীনাদের আইএসে যোগ দেওয়ার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে। সেজন্যই সতর্ক হচ্ছে চীন। দেশটির দাবি, জিনজিয়াংয়ে হিংসা ছড়ানোর পিছনে দায়ী ইসলামিক জঙ্গিগোষ্ঠী এবং বিচ্ছন্নতাবাদীরা। এদের মধ্যে বেশিরভাগ জঙ্গিগোষ্ঠীরই বাইরের দেশের সঙ্গে যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে চীন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ