১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

রাজধানীর সিটি হার্ট শপিং মলে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টন এলাকার সিটি হার্ট শপিং মলে মঙ্গলবার সকালে আগুন লেগেছে। ২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি জানান, সকাল ৭টা ৪০ মিনিটে নয়াপল্টন এলাকার সিটি হার্ট শপিং মলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ দুটি ইউনিট অাগুন নিয়ন্ত্রণে নিয়ে অাসে। শপিং মলটির দোতলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয় বলেও জানান তিনি। তবে ধোঁয়ার কুণ্ডলি থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন বলে জানান রাসেল শিকদার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০১৮ ১০:০৬ পূর্বাহ্ণ