১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

পাঁচ বছরে ১০০ হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ বিটাকের

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) আগামী পাঁচ বছরে ১০০ হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে। দেশে জ্ঞানভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের বিকাশে এ প্রতিষ্ঠানটির আওতায় স্থাপিত টুল ইন্সটিটিউটের মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে।
আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। বিটাক আয়োজিত এ সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক প্রধান অতিথি ছিলেন।
বিটাকের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. সৈয়দ মো. ইহ্সানুল করিম।
সেমিনারে বক্তারা শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল গড়ে তোলার ওপর জোর গুরুত্ব দেন। তারা বলেন, উৎপাদনমুখী বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্য নিজস্ব প্রযুক্তিতে যন্ত্রপাতি তৈরির সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে তারা বেসরকারিখাতে টুল ভিলেজ গড়ে তোলার তাগিদ দেন।
বক্তারা বলেন, হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ সাব কন্ট্রাকটিংয়ের শিল্পের বিকাশ এবং নিম্ন প্রযুক্তির শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বর্তমান সরকার ঘোষিত শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনও সহজ হবে বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প কারখানায় উৎপাদনশীলতা বাড়াতে দেশেই আমদানিবিকল্প (কম্পিউটার নিউমারিকেল কন্ট্রোল- ‘সিএনসি’) মেশিন উদ্ভাবন করতে হবে। বাসস

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৯:২৪ অপরাহ্ণ