২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫২

কুমিল্লায় মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন

নিজস্ব প্রতিবেদক:

মানহানি মামলায় কুমিল্লার আদালতে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনের আদালতে তিনি জামিন পান। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টে গত ৭ জানুয়ারি ৮ সপ্তাহের জামিন লাভ করেন।

মামলাটি দায়ের করেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের বিরুদ্ধে কুটূক্তি করার অভিযোগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর তিনি ১ হাজার কোটি টাকার মানহানির এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায় ২০১৭সালের ১ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, শুধু মাত্র ভূ-খন্ড আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না, বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাজী নাজমুস সাদত, অ্যাডভোকেট কামরুল হায়াত খান ও অ্যাডভোকেট আলী আক্কাস।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৯:১৭ অপরাহ্ণ