২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

রোহিঙ্গা ক্যাম্পে জেমস বন্ড অভিনেত্রী

  বিনোদন ডেস্ক:
মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফানদি বিন মোহাম্মদ নুরের নেতৃত্বে ৪৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন ‘বন্ড গার্ল’ মিশেল ইয়ো। মালয়েশিয়ান বংশোদ্ভূত এ তারকা অভিনেত্রী জাতিসংঘে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত হয়েও কাজ করছেন।
বাংলাদেশ সফরে এসে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে কক্সবাজার চলে যান। শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মিশেল ইয়োসহ প্রতিনিধি দলটি।
এসময় তারা ক্যাম্পে অবস্থানরত মালয়েশিয়া সরকারের দেওয়া হাসপাতাল, ত্রাণ কেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী শিশুদের সঙ্গে সময় কাটান, তদের অবস্থা ঘুরে ঘুরে দেখেন। এসময় দু:স্থদের মধ্যে ত্রাণ এবং শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
বালুখালী ক্যাম্প পরিদর্শন শেষে মিশেলে ইয়ো সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন পৈশাচিক, বর্বর ও অমানবিক। তাদের পাশে বাংলাদেশের মতো সবাইকে এগিয়ে আসা দরকার। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের বিচারে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব প্রতিনিধিরা যত বেশি আসবেন, তারা দেখতে পারবেন কি পরিমাণ বিপর্যয় ঘটে গেছে, রোহিঙ্গাদের অসহায়ত্ব তারা দেখতে পারবেন। রোহিঙ্গাদের নিয়ে যা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রতিটি রোহিঙ্গার মানবিক অধিকার আছে, যা তাদের প্রাপ্য।’
এসময় রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিনেমা ‘টুমোরো নেভার ডাই’-তে অভিনয় করেছিলেন হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো। মিয়ানমার নেত্রী অং সান সু চি’র বায়োপিকেও অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন এ তারকা অভিনেত্রী।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ