২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

কাবুলের মিলিটারি একাডেমিতে হামলা, সেনাসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় ৫ সেনা সদস্য নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ হামলার ঘটনা ঘটে। খবর: ডন, বিবিসি, রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, পাঁচ জঙ্গি এই হামলার সঙ্গে জড়িত। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী নিহত ও অন্যজনকে আটক করা হয়েছে। গত শনিবার কাবুলে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটে এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের ওই হামলায় ১০০ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হন।

সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস) ও তালেবানরা আফগানিস্তানে হামলা জোরদার করেছে। শনিবারের আত্মঘাতী হামলার এক সপ্তাহ আগে কাবুলে আরেক হামলায় ২২ জন নিহত হন, যাদের বেশিরভাগই বিদেশি। তালেবান দুটি হামলার দায়ই স্বীকার করে।

সোমবারের হামলার দায় স্বীকার করেছে আইএস। প্রত্যক্ষদর্শী ও একাডেমিতে অবস্থানকারী সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম তোলো বলছে, হামলার পর সেখান থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকে থেমে থেমে বন্দুকযুদ্ধ হয়। ধারণা করা হচ্ছে, অস্ত্রধারী জঙ্গিরা গুলি করতে করতে কাবুলের পশ্চিমাঞ্চলের ওই মিলিটারি একাডেমিতে ঢুকে পড়ে।

এরপর জঙ্গিরা সেখানে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। আফগান নিরাপত্তা বাহিনী এক হামলাকারীকে আটকের দাবি করেছে। ঘটনার পরপরই আফগান নিরাপত্তা বাহিনী ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এরআগে গত বছরের অক্টোবরে একই মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় ১৫ ক্যাডেট নিহত হয়েছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ