বিনোদন ডেস্ক:
এমপি-মন্ত্রীদের দিকে অসন্তুষ্ট জনতার জুতা-ঝাঁটা ছোড়ার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার অভিনেত্রীদের দিকে জুতা ছোঁড়ার ঘটনাও শোনা গেল। সম্প্রতি হায়দ্রাবাদের একটি গয়নার দোকান উদ্বোধন করতে গিয়ে এমন ঘটনারই শিকার হয়েছেন ‘বাহুবলী’ ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়া।
ভারতীয় সংবাদমাধ্যামের প্রতিবেদন অনুযায়ী, গয়নার দোকান উদ্বোধনের সময় ৩০ বছর বয়সী করিমউল্লা নামের এক যুবক তামান্নাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে জুতাটি দোকানের এক কর্মচারীর গায়ে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে করিমউল্লা নামের ওই যুবককে পাকড়াও করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কয়েকটি ছবিতে তামান্নার অভিনয় দেখে ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছেন মুর্শিদাবাদের বাসিন্দা করিমউল্লা। শিক্ষাগতভাবে বি-টেক তিনি। অন্যদিকে, বিপণীর যে কর্মচারীর গায়ে জুতাটি লেগেছিল, তিনি করিমউল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

