২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

গণেশ উল্টে দেয়ার হুমকি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

‘জনগণ ভোট দেওযার সুযোগ পেলে গণেশ উল্টে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ভারতে সরকার পরিবর্তনের সময় ওই দেশের জনগণ বলেন ‘গণেশ উল্টে দেব।’” রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের কর্মীসভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘জেল তার কাছে (খালেদা জিয়া) কোনো ব্যাপার নয়। ওয়ান ইলেভেনের সময় তিনি এক বছর জেলে ছিলেন। শত চাপ সত্ত্বেও দেশের মাটি ছেড়ে কোথাও যাননি। দেশনেত্রী খালেদা লড়তে জানেন। তিনি কখনো পরাজিত হবেন না।’

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। এ রায়কে ঘিরে বিএনপির নেতাকর্মীরা বেশ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। এদিকে এই দিনে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ প্রক্রিয়ার পর আগামী ৮ ফেব্রুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ২:১৫ অপরাহ্ণ