২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৩

পৃথিবীর সবচেয়ে লম্বা ও খাটো মানব দেখা হলো দুজনার

আন্তর্জাতিক ডেস্ক:

তুর্কির সুলতান কোসেন, উচ্চতা আট ফুট নয় ইঞ্চি। ভারতের জ্যোতি আমগে, উচ্চতা দুই ফুট ছয় ইঞ্চি। দুজনেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। একজন বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ হিসেবে এবং অন্যজন বিশ্বের সবচেয়ে খাটো নারী হিসেবে। আর সম্প্রতি পৃথিবীর এই সবচেয়ে খাটো নারী সাক্ষাৎ করলেন পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষের সঙ্গে। দুজনের দেখা হলো মিশরের গিজায়। তারা মিশরে একটি ফটোশুটে অংশ নেন। মিশরের ভ্রমণ বোর্ডের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়।
দুজনের ছবিতে উচ্চতার আসমতা তুলে ধরে একটি চমৎকার মিশ্রণ তৈরি করা হয়েছে। ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পায়।
কোসেন পিটুইটারী গ্রন্থি অস্বাভাবিকতাজনিত কারণে এই বিশালকার লাভ করেন। ২০০৯ সালে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে নির্বাচিত হন। বিশ্বের মাত্র দশজন ব্যক্তি আট ফুট বা তার বেশি উচ্চতা লাভ করেছেন। এদিকে আমগের অ্যাকোন্ডফ্লাসিয়ার কারণে বামন বা কম উচ্চতা। তিনি দুই বছরের বাচ্চার গড় উচ্চতার তুলনায়ও খাটো। আমগে বিগ বস এবং আমেরিকান হরর স্টোরির মত টিভি শোতেও অংশগ্রহন করেছেন। সূত্রঃ এনডিটিভি

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ