১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

কুয়েতে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

কুয়েতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালা মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। কালা মিয়া ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার উত্তর কৈখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি এক যুগ ধরে আল তুয়েক কোম্পানিতে কর্মরত ছিলেন। আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ বলেন, আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ