১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

২২ ভারতীয় গরুসহ দুই বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরুসহ দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১০টার দিকে গরুসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের মোহর আলীর ছেলে মনির হোসেন (২৫) ও ফনির হোসেন (২২)।

সকাল ১০টার দিকে বাগভান্ডার বিওপির নায়েব সুবেদার আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদে আর্ন্তজাতিক পিলার নং ৯৬৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়বরের মোড় নামক স্থানে অবস্থান নেয়। এ সময় ২টি ইঞ্জিন চালিত ভটভটির মাধ্যমে গরু নিয়ে আসার সময় চালকসহ ২২টি ভারতীয় গরু আটক করে বিজিবি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৩, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ