১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

৩ কোটি টাকার স্বণর্সহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বণর্সহ সৌমিক দত্ত নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, রোববার দিনগত রাতে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন ওই ভারতীয় নাগরিক। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার গতিরোধ করা হয়।

অথেলো চৌধুরী আরো বলেন, ভারতীয় ওই নাগরিককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে থাকা ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারে বিশেষ কায়দায় রাখা ৬ কেজি স্বর্ণের দানা উদ্ধার করা হয়। পরে সৌমিক দত্তকে আটক করা হয়।

কাস্টমসের এই কর্মকর্তা জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১১:৫১ পূর্বাহ্ণ