১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

বগুড়া-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কগুড়া-রংপুর মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়েছে। মহাসড়কের গোবিন্দগঞ্জ জাওয়াত প্লাজার সামনে নির্মাণাধীন ড্রেনের উপর দুটি পাথরভর্তি ট্রাক রোববার সকালে বিকল হলে এ অবস্থার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, মাসখানেক ধরে মহাসড়কের মধ্যদিয়ে ড্রেন নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি সড়কের মধ্যবর্তী ডিভাইডারের পশ্চিম পাশে নির্মাণের কাজ শেষ হলে পূর্ব পাশে সকল যানবাহন চলাচল বন্ধ রেখে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ সময় ডিভাইডারের পশ্চিম পাশ দিয়ে সব ধরনের যান চলাচল করছিল।

গোবিন্দগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, বগুড়ামুখী একটি পাথরবোঝাই ট্রাক রাত দুইটায় ওই ড্রেনের উপর ওঠার পর বিকল হয়ে পড়লে কোনোরকম যান চলাচল করছিল। কিন্তু সকাল ৮টার দিকে একই দিকে আসা আরেকটি পাথর ভর্তি ট্রাক ওই ড্রেনের উপর পৌঁছালে সেটিও বিকল হলে একেবারেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়।

স্থানীয় হাইওয়ে থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান,  দুর্ভোগ লাঘবে সকাল থেকেই ট্রাক দুটি স্থানান্তরিত করতে চেষ্টা করা হচ্ছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার ঘটনাস্থল থেকে জানান, যান চলাচল স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১১:৩৪ পূর্বাহ্ণ