স্পোর্টস ডেস্ক:
দুপুর থেকেই গুঞ্জন ছিল টেস্ট দলে ফেরানো হয়েছে আব্দুর রাজ্জাককে। যদিও নির্বাচকমণ্ডলী বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মাধ্যম থেকেই বিষয়টির শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে রোববার রাতের মধ্যেই গুঞ্জনটার সত্যতা মিললো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফেরানোর খবর নিশ্চিত করেছে।
শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতের আঙুলে চোট পান সাকিব আল হাসান। পরে হাসপাতালে যেতে হয় তাকে। ব্যাটিংও করতে পারেননি আর। টেস্ট অধিনায়কই চিটকে যান প্রথম টেস্টের দল থেকে। সাকিবের অনুপস্থিতিতে সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে শনিবারই দলে টেনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দু’জনই টেস্ট দলে অভিষেকের অপেক্ষায়। এর আগে সাকিবকে অধিনায়কের নেতৃত্বে ঘোষণা করা ১৪ সদস্যের দলে নতুন মুখ ছিলেন ১৭ বছরের স্পিনার নাইম হাসান। সাকিব না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তার ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু দুই সিরিজের প্রথম ম্যাচ। সাকিব নেই। অভিজ্ঞতার ঘাটতি পোষাতেই যে রাজ্জাককে একদিন পরই দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা এটা বোঝাই যায়। ৩৫ বছর বয়সী রাজ্জাককে নিয়ে বাংলাদেশর দলের স্কোয়াডের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাজ্জাক। ক’দিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই বাঁ-হাতি স্পিনার। তবে রঙিন পোষাকে রাজ্জাক আলোকিত পারফর্মার হলেও জাতীয় দলের হয়ে সাদা পোশাকে তেমন খুব বেশি উজ্জ্বল ছিলেন না। তাই ১২টির বেশি টেস্ট খেলা হয়নি তার। ১২ টেস্টে তার উইকেট সংখ্যা ২৩টি।
প্রথম টেস্টের বাংলাদেশ দল (১৬ সদস্য) :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, লিটন দাস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বী, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার চৌধুরী ও আব্দুর রাজ্জাক।
দৈনিকদেশজনতা/ আই সি