১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

আমার বাড়ীর আর্থিক অবস্থা খুব খারাপ,কোন রকমে সংসার চলে। এ অবস্থায় লেখাপড়ার খরচ চালানো খুব কষ্টকর,ঠিক এ সময়ে আমার স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে ভাব-বাংলাদেশের সহায়তায় প্রতি মাসে ১ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি পাওয়ায় আমার পড়া লেখা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।নতুবা সম্ভব হত কিনা আমার জানা ছিলনা। এ কথা গুলি বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কাঁঠালবাড়ীয়া এ জি হাই স্কুলের ৭ম শ্রেণির দরিদ্র শিক্ষার্থী তাজমিরা খাতুন। এ রকম আরও একজন বক্তব্য রাখেন ভূরুলিয়া নাগবাটি হাই স্কুলের দরিদ্র শিক্ষার্থী আহসান হাবিব। তিনি বলেন ভাব আমাকে যে সহায়তা দিয়েছে সেটা না হলে আমার স্বপ্ন বাস্তবায়ন হত না।
রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে কাঁঠালবাড়ীয়া এ জি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ৩শত ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে এক বছরের খাতা,কলম,স্কেল,পেনসিল,রাবার,কাটার সহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা- ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। তিনি বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার প্রতি বছর শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে কোটি কোটি টাকার বই তুলে দিচ্ছে। তিনি শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়নের কথা বক্তব্যে তুলে ধরেন। এ ছাড়া তিনি অন্যান্য খাতে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাব-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁন, কাঁঠালবাড়ীয়া এ জি হাই স্কুলের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, জোবেদা সোহরাব মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ ছাত্তার, হেঞ্চি বঙ্গবন্ধু হাই স্কুলের প্রধান শিক্ষক লুৎফুল আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন।
অনুষ্ঠানে চিংড়াখালী বিদ্যানিকেতন ও তপোবন বালিকা বিদ্যালয়ের ভকেশনাল শাখার শ্রেষ্ট শিক্ষাথীদ্বয়কে একটি করে সেলাই মেশিন ও বিদ্যালয়ের ভকেশনাল শাখার ও প্রশিক্ষকের জন্য চেক প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে স্পিলিং বি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী সহ অন্যান্য ক্যাটাগরীতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ৮:১৯ অপরাহ্ণ