স্পোর্টস ডেস্ক:
অবশেষে বিক্রি হলেন গেইল। তবে, সস্তায়। নিলামে তৃতীয়বার নাম উঠার পর ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। গত কয়েক আসর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতালেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাবেন তিনি।
ব্যাঙ্গালোরে গতকাল শুরু হয় আইপিএল এর ১১তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম দিন গেইল অবিক্রিত থাকেন। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সেই গেইলই আইপিএলে খেলবেন না!
তবে, অবশেষে তিনি আইপিএলে খেলতে চলেছেন। আজ শেষ বিকালে তৃতীয়বারের মতো গেইলের নাম তোলা হয় নিলামে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবই তাকে কেনার আগ্রহ দেখায়। তাই ভিত্তি মূল্যেই গেইলকে দলে পেয়ে যায় প্রীতি জিনতার দল।
বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছেন দুইজন ক্রিকেটার। দুই কোটি ২০ লাখ রুপিতে পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুই কোটি রুপিতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
দৈনিক দেশজনতা/এন এইচ