২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

রোহিঙ্গা ক্যাম্পে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কক্সবাজারের উখিয়ার জামতলি ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। জোকো উইদোদে রোববার দুপুর সাড়ে ১২টায় বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আসেন। তার সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আলী হাসানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে দু’দিনের সফরে শনিবার বিকেলে ঢাকা আসেন জোকো উইদোদো ও তার স্ত্রী ইরিয়ানা জোকো উইদোদো। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম বিমানবন্দরে তাদের স্বাগত জানান। সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট উইদোদো।

এরপর সফরের দ্বিতীয় দিনে রোববার সকাল তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সকাল নয়টা ৪৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দু’নেতার একান্ত বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে তাদের নেতৃত্বে শুরু হয় দু’দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক। সেখানেই দু’নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ২:৫৮ অপরাহ্ণ